আল্লামা সাবির শাহ’র সাথে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের সাক্ষাৎ

1

আলে রাসুল (দ.) রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মুজিআ) ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মুজিআ)’র সাথে ৩০ সেপ্টেম্বর সকালে ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে সৌজন্য সাক্ষাৎ করেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন ও শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ সোলাইমান আনসারি (মুজিআ), হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ ও প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সাক্ষাৎ শেষে হুজুর ক্বেবলায়ে আলম হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ ও চাটগাঁ আলোকিত ফাউন্ডেশন-সহ আপামর সুন্নী জনতার জন্য দোয়া ও মুনাজাত করেন। বিজ্ঞপ্তি