হাটহাজারী প্রতিনিধি
খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর আসন্ন ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় সভায় ছদারত ও আখেরি মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। মুহাম্মদ আমিনুর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ, হাফেজ শাহ আলম নঈমী, সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালি, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা সোলাইমান ভান্ডারী, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মুহাম্মদ নাজিম সওদাগর ও শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী প্রমুখ।










