আল্লামা ফরহাদাবাদীর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা

1

ফটিকছড়ি প্রতিনিধি

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর ৮০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গত শনিবার বাদে এশা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলামের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মাওলানা জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা নঈম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা সোলেমান ভান্ডারী ফরহাদাবাদী, সৈয়দ শাহাদাত আলী সেলিম, আনোয়ার হোসেন, আমিনুর হোসেন, নাজিম সওদাগর, হান্নান তালুকদার, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, সৈয়দ মুজিবুল হক টুটুল, মাওলানা আবু তৈয়ব আশরাফী ফরহাদাবাদী, শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী, শায়ের মাওলানা মুহাম্মদ মামুন প্রমুখ।