আধ্যাত্মিকতা চর্চা এবং সম্প্রীতিময় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অলিয়ে কামেল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র অবদান অনস্বীকার্য। ধর্মীয় সাধনার পাশাপাশি মানবসেবায়ও তিনি আজীবন খেদমতে নিয়োজিত ছিলেন।
বিশেষত বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামে বিতর্কের ঊর্ধ্বে থেকে হাজীদেরকে সেবার অনুপম দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে তিনি চিরস্মরণীয়। চট্টগ্রামের বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফ’র আল্লামা শাহ্ সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী (মা.জি.আ.) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বার্ষিক ওরশ সফলকল্পে গত ১০ জানুয়ারি বাদে জুমা অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, শাহজাদা আলহাজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফজল আহমদ কাদেরী, আলহাজ এস. এম রিদোয়ান, অক্সিজেনস্থ হযরত শাহ্ আমানত (রহ.) জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, মাওলানা ইকবাল কাদেরী, মাওলানা মোক্তার আহমদ রজভী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী নোমানী প্রমুখ। দোয়া মাহফিলে আল্লামা শাহ্ সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী বলেন, প্রতি বছরের ন্যায় আগামী ১৫ জানুয়ারী ২০২৫ জগৎখ্যাত অলিয়ে কামেল, আশেকে রসুল (দ.), হা-মিয়ে আহলে সুন্নাত, দেশের সর্ববৃহৎ হজ্ব সেবামূলক প্রতিষ্ঠান শাহ্ আমানত হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ৮ম বার্ষিক ওরশ শরীফ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরিশেষে মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী ওরশ শরীফ সমাপ্ত হবে। বিজ্ঞপ্তি