শাহ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহসূফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ,) ৮ম বার্ষিক ওরশ শরিফ আজ বুধবার বায়েজিদ থানাধীন ওয়াজেদীয়াস্থ শাহ আমানত (রহ) মসজিদ ও মাজার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে বুখারি শরিফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ), খতমে গাউসিয়া, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম। মুনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন ছাহেবজাদা আমিরুল হুজ্জাজ শাহসূফি মাওলানা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী। বিজ্ঞপ্তি