‘আল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর (ক.) লেখনী মুক্তির পথ দেখাচ্ছে’

2

আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ‘ইসলামী জ্ঞানরাজ্যে আল্লামা ফরহাদাবাদীর অবদান ও বিশেষত্ব (ক.)’ শীর্ষক স্মারক সেমিনার ৭ ডিসেম্বর বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে মডারেটর ছিলেন ও সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী। প্রধান অতিথি ছিলেন ফরহাদাবাদ দরবার শরিফের সাজ্জাদানশিন শাহসূফি মাওলানা সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (মজিআ)। আল্লামা ফরহাদাবাদীর (ক.) ৮০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, গাউসুল আজম মাইজভান্ডারীর (ক.) অন্যতম খলিফা মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) রচিত দিক নির্দেশনামূলক গবেষণাধর্মী তাত্তি¡ক গ্রন্থসমূহ অবিরত মুক্তির পথ দেখাচ্ছে। তিনি ছিলেন শান্তি সাম্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক মাইজভান্ডারী দর্শনের বিকাশে নিবেদিত বরেণ্য বুজুর্গ ব্যক্তিত্ব।
সেমিনারে আলোচক ছিলেন পীরে তরিকত আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর, গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আল্লামা জাফর উল্লাহ, গবেষক ড. নিজাম উদ্দিন জামি, গবেষক মাওলানা শায়েস্তা খান আজহারী, সাতগাছিয়া দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সাইফুল্লাহ সুলতানপুরী, দারুল ইরফান রিসার্চ সেন্টারের গবেষক মেজবাহুল আলম শৈবাল, অধ্যাপক এস এম মোর্শেদুল আলম, ব্যাংকার মাওলানা আবুল মনসুর, শাহাজাদা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী, লেখক ফজল উশ শিহাব, ট্রাস্ট নির্বাহী মুহাম্মদ তানভীর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন মাইজভাÐারী, মাওলানা শেখ আরিফুর রহমান, জসিম উদ্দিন মাইজভান্ডারী, সৈয়দ মিজানুর রহমান সনজরী, মোরশেদ মাইজভান্ডারী, হাবিবুর রহমান, সোলায়মান মাইজভান্ডারী প্রমুখ।
শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন মাওলানা কাজী মুহাম্মদ হাবিবুল হোসাইন। মিলাদ কেয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বহু দ্বীনদার সুন্নি জনতা সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি