মহান বিজয় দিবস উপলক্ষে আলোসিঁড়ি ক্লাবের উদ্যোগে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ গতকাল আগ্রাবাদ টার্ফে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি বায়তুল জান্নাত মহল্লার সভাপতি জানে আলম খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলো সিঁড়ি ক্লাবের সভাপতি নাহিদ মুরাদ মুন্না, সঞ্চালক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহল্লা সর্দার ইকবাল রহমান, সেলিম আহমেদ, আজিজুর রহমান, আলো সিঁড়ি ক্লাবের কার্যকরী সভাপতি সালাউদ্দিন জাহেদ, ক্লাব কর্মকর্তা মঞ্জু হোসেন, মোহাম্মদ রফিক, আব্বাস, রাশেদ, সালাউদ্দিন, রাজিব মারুফ, অভি, হিমু রিয়াজ, আজমাইন প্রমুখ। উদ্বোধনী খেলায় বাইতুল জান্নাত একতা সংঘ ৩-০ গোলে ইয়ুথ ফোর্সকে পরাজিত করে। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।