আলোচনার মাধ্যমে ফেরানোর আশা সরকারের

1

পূর্বদেশ ডেস্ক

ভারতের সঙ্গে আলোচনার ভিত্তিতে উড়িষ্যার প্যারাদ্বীপে ধরে নিয়ে যাওয়া ৭৮ নাবিকদের ফিরিয়ে আনার আশা করছে সরকার। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেছেন, এরই মধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর বিডিনিউজের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সন্ধ্যায় ব্রিফিংয়ে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৮ নাবিকসহ মাছ ধরার দুটি নৌযানকে ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপ এলাকায় নিয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এবং আমাদের প্রত্যাশা আছে, আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারব।
সাগর থেকে মাছ ধরার নৌযান থেকে এসব নাবিকদের ধরে নিয়ে যাওয়ার এ ঘটনা বুধবার সকালে দুই নৌযানের নাবিকদের সঙ্গে সংশ্লিষ্ট মালিকপক্ষের কথা হলে জানা যায়। এছাড়া ভারতের কোস্টগার্ড ফেসবুকে আটক নাবিকসহ নৌযান দুটির ছবিও পোস্ট করে।
খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে সোমবার দুপুরে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরা জাহাজ দুটি নাবিকসহ ধরে নিয়ে যাওয়া হয়। এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। এফভি লায়লা-২ এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং।
নৌযান দুটি খুলনা বেল্টের হিরণ পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার কাজে ছিল। জেলে ও নাবিক মিলিয়ে মেঘনাতে ৩৭ জন এবং লায়লাতে ৪১ জন ছিল। মঙ্গলবার লায়লা-২ এ ৪২ জন নাবিক থাকার কথা বলা হলেও মাছ ধরার ওই নৌযান রওনা দেওয়ার সময় একজন অসুস্থতার কারণে যেতে পারেননি।