লামা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলা সদরের সুলতান ডিলার মার্কেটের একটি ওয়ার্কশপের ভেতর থেকে রিপন দে (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রিপন দে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রঞ্জিত মহাজন পাড়ার বাসিন্দা নারায়ন চন্দ্র দে’র ছেলে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুলতান ডিলার মার্কেটের ওয়ার্কশপ দোকানের মালিক ছিলেন রিপন দে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার স্ত্রী পম্পি দে (২৩) ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া সাইফুল ইসলাম দোকানে গিয়ে রিপন দে-কে দোকানের উপরস্থ কাঠের ভীমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পান।
এদিকে মৃতের স্ত্রী পম্পি দে এবং পার্শ¦বর্তী দোকানদার ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে, ওইদিন সকাল ৮ টার দিকে নাস্তা করে বাসা থেকে বের হয়েছিলেন রিপন দে। সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি দোকানের অস্থায়ী মিস্ত্রি আরফানকে কাজের জন্য ফোনও করেছিলেন। দুপুরে ভাত খাওয়ার জন্য স্ত্রী পম্পি দে বারবার মোবাইল ফোনে কল দিলেও রিপন ফোন রিসিভ করেননি। একইভাবে বিকেলে ও সন্ধ্যায় একাধিকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে রাত ১০ টার দিকে পম্পি দে সাইফুল ইসলামকে সাথে নিয়ে দোকানে ওয়ার্কশপে যান। তারা দোকানের দরজা ছিটকিনি লাগানোবিহীন অবস্থায় বন্ধ দেখতে পান। ধাক্কা দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করতেই তারা রিপন দে-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, মৃত রিপন দে’র লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে রিপন দে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।