আলীকদমে ছোট ভাইকে হত্যাকারী বড় ভাই গ্রেপ্তার

1

লামা প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ছোট ভাইয়ের হত্যাকারী বড় ভাই মো. আবু মুছাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডারঝিরি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আলীকদম থানা পুলিশ। গ্রেফতার মো. মুছা নয়াপাড়ার বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের ছেলে।
সূত্র জানায়, গত ৪ জানুয়ারি সকালে নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে জমি ও একটি গরু বাছুর ভাগাভাগি নিয়ে দু’ভাইয়ে মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আবু মুছা তার ছোট ভাই নুরুল আবছার মামুনকে কিল, ঘুষি মারেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ছোট ভাই নুরুল আবছার মামুন (২১) মারা যান। এ ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদি হয়ে গত ৪ জানুয়ারি আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘাতক আবু মুছাকে গ্রেফতারে সহযোগিতা করেন থানা থানা পুলিশ।
ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই আবু মুছাকে গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিন বলেন, গ্রেফতার মুছাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।