আলীকদমে আরও এক পর্যটকের লাশ উদ্ধার

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমের তৈনখালে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুই পর্যটকের লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
গত বৃহস্পতিবার মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তৈনখাল থেকে দ্বিতীয় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দু’টি দলে বিভক্ত হয়েছিলেন। ২২ জনের একটি দলের ৩ সদস্য গত বুধবার রাতে নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে গতকাল শুক্রবার ভোরে তৈনখালের আমতলী ঘাটে একজনের লাশ পাওয়া যায়।