আলিম পরীক্ষায় চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসার শতভাগ পাস

67

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম’র পরিচালনাধীন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (স্নাতক) মাদ্রাসা আলিম পরীক্ষায় শতভাগ পাস করেছে। গত আলিম পরীক্ষায় এই মাদ্রাসা থেকে অংশ নেওয়া ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছে ৯ জন, এ মাইনাস পেয়েছে ৮জন ও ‘বি’ গ্রেড পেয়েছে ৪জন পরীক্ষার্থী। এ বছরের আলিম পরীক্ষার ফলাফলে এটি একমাত্র শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বলে জানা যায়। মাদ্রাসার অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী জানান, চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসা শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এর আগে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের ফাযিল পরীক্ষাতেও এই মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস সহ ফলাফলে সারাদেশে শ্রেষ্ঠ দশ প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিল। তিনি মাদ্রাসার ধারাবাহিক এই সাফল্য অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।