আলিম পরীক্ষায় ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসায় শতভাগ পাস

1

২০২৪ সালের আলিম পরীক্ষার ফলাফলে হাটহাজারীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা বরাবরের মত সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ জনের এ+ অর্জনসহ বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাসের হার প্রায় শতভাগ। মাদ্রাসার এ সাফল্যে মহান রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া এবং মাদ্রাসার শিক্ষক-পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ মুফতি আব্দুল আউয়াল আল কাদেরী বলেন, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান প্রকৃত দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে ভ‚মিকা রাখছে।
দ্বীনি শিক্ষার সাথে সাধারণ বিষয়াবলীকে গুরুত্ব প্রদান, তদারকি, নিয়মিত সাপ্তাহিক জলসার আয়োজনসহ সহ-পাঠক্রমিক বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ দেয়ার কারণে শিক্ষার্থীদের মনোযোগ বাড়ছে, তারা ক্রমশঃ ভালো রেজাল্ট করছে বলেও তিনি মন্তব্য করেন। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি