আর্সেনালে স্টার্লিং চেলসিতে স্যানচো

3

ট্রান্সফার উইন্ডোর শেষ সময়টায় চমকপ্রদ অনেক কিছুই দেখা যায়। এবারও বেশ নাড়া পড়ল ইংলিশ ফুটবলে।
ইংল্যান্ডের দুই উইঙ্গার রাহিম স্টার্লিং ও জেডন স্যানচো পাড়ি জমালেন প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। ধারে চেলসি থেকে লন্ডনেরই আরেক ক্লাব আর্সেনালে নাম লেখালেন স্টার্লিং, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে চেলসিতে যোগ দিলেন জেডন স্যানচো। আরেকটি বড় পরিবর্তনে ব্রেন্টফোর্ড ছেড়ে সৌদি আরবের ফুটবলে চলে গেলেন আইভান টনি।