স্পোর্টস ডেস্ক
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার -আর্নল্ডের রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর জানানোর কয়েক ঘন্টার পরই আরেক রাইট-ব্যাককে দলে টানার ঘোষণা দিল লিভারপুল। বায়ার লেভারকুজেন থেকে ‘দীর্ঘমেয়াদী’ চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিলেন ইয়েরেমি ফ্রিমপং।
২৪ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডারের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, অর্থের অঙ্কটা তিন কোটি ৫০ লাখ ইউরো, আর চুক্তি হয়েছে পাঁচ বছরের। আগামী ১ জুন আনুষ্ঠানিকভাবে অ্যানফিল্ডে যোগ দেবেন তিনি। উইঙ্গার হিসেবেও খেলতে পারদর্শী ফ্রিমপং।