আর্থ্রোপ্লাষ্টি সোসাইটির আলোচনা সভা

5

চট্টগ্রামে প্রথমবারের মতো বাংলাদেশ আর্থ্রোপ্লাষ্টি সোসাইটির উদ্যোগে প্রাইমারি হিপ কোর্স ২০২৫ গত ৩১ জানুয়ারি নগরীতে অনুষ্ঠিত হয়। এতে ১২৭ জন অর্থোপেডিক সার্জন দেশের বিভিন্ন স্থান হতে অংশগ্রহণ করেন। উন্নত বিশে^র মতো অনেক দিন থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারী হাসপাতালগুলোতে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারী সম্পন্ন হচ্ছে। আর্ন্তজাতিকমানের এই সার্জারী সম্পন্নের জন্য সকল ব্যবস্থা এখন চট্টগ্রামেই বিদ্যমান। এই কোর্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্থ্রােপ্লাষ্টি সোসাইটি সভাপতি ডা. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ডা. এম আলী, ডা. আনিসুর রহমান হাওলাদার, ডা. হাসান মাসুদ, ডা. পারভেজ আহসান, ডা. ওয়াকিল আহমেদ, ডা. চন্দন কুমার দাশ ও আহবায়ক ডা. মো. ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মিজানুর রহমান চৌধুরী, ডা. মোহাম¥দ কাওসারুল মতিন, ডা. মাহমুদুর রহমান, ডা. জাবেদ জাহাঙ্গীর, ডা. মাইনউদ্দীন মজুমদার, ডা. মোহাম্মদ আবদুল হাই, ডা. খালেদ বিন ইসলাম, ডা. মামুন মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি