জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ বলেছেন, লায়নিজমের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবা করা। সে সেবার মহান ব্রত নিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র অগ্রযাত্রাকে স্বাগত জানাই। লায়নিজমের ভূবনে আরো একটি নতুন ক্লাব আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হল। নতুন ক্লাবের প্রত্যেক সদস্যকে জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশাকরি প্রত্যেক সদস্য লায়নিজমের লক্ষ্য ও আদর্শকে ধারণ করে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে। মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম। চিত্ত-বিত্তে¡র সমন্বয়ের মাধ্যমে মানুষের সেবা করে পরম সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। তাই আর্তমানবতার সেবায় সকল লায়নদেকে মানবসেবায় এগিয়ে আসার আহবান জানাই। তিনি গত ১০ মার্চ সন্ধ্যায় নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র ক্লাব ইন্ডাকশন সিরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীফ কো-অর্ডিনেটর প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুরুর আলম মঞ্জু পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়–য়া, কেবিনেট সেক্রেটারী লায়ন জি.কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন আরিফ আহম্মদ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মো. মনিরুল কবির, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শহীদ সারোয়ার ম্যাক্সিম, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মীর আকতার হোসেন, ক্লাব অর্গানাইজার ও জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ। সচিব প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারী লায়ন বাবলা দে। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন সুজিত কুমার দাশ। শুরুতে কোরআন তেলোয়াত করেন লায়ন মো. নূরুর রশিদ ও গীতাপাঠ করেন লায়ন সুজিত কুমার দাশ। আনুগত্যের শপথবাক্য পাঠ করান লায়ন ইঞ্জিনিয়ার বাবু পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নর সিনিয়র এডভাইজার লায়ন প্রসুন কুমার বড়–য়া, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (এডমিন) লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (একটিভিটিস) লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবু মোর্শেদ, লায়ন আব্দুল্লাহ আল কাদের, লায়ন মো. হুমায়ন কবির, লায়ন মো. ইমতিয়াজ ইসলাম এমজেএফ, লায়ন ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, লায়ন নিজামউদ্দিন মামুন, লায়ন মোসলেহ উদ্দিন আহম্মেদ অপু প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- শিল্পী সুহৃদ সংঘের তত্ত¡াবধানে টিভি শিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন, জেলা গভর্নর কর্তৃক লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল প্রদত্ত ক্লাব চার্টার সার্টিফিকেট প্রদান, নতুন সদস্যদেরকে শপথবাক্য পাঠ ও পিন প্রদান, জেলা গভর্নর টিম ও প্রাক্তন জেলা গভর্নরদের সংবর্ধনা। বিজ্ঞপ্তি