আর্টিসান ৬ষ্ঠ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন

1

হওয়ার গৌরব অর্জন করেছে। ২০ টি পুরুষ ও ১০টি নারীব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরুষ ও মিশ্র কোয়াড ইভেন্টে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেঃ সেলিম ফকির,এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রসাশক মনোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব), জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল আহসান (উপ সচিব), আর্টিসান আউট ফিটার্স লিঃ চেয়ারম্যান অনিতা গোমেজ, সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রিয়াজুল আলীম, সহ- সভাপতি, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন। চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম জেলা দলের বাধন কর। চট্টগ্রাম জেলা দলের পুরুষ বিভাগে কাচের দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ মুনির, ম্যানেজার লুৎফুল করিম সোহেল, মহিলা বিভাগে কোচ মো. রুবেল হাসান, ম্যানেজার আল হাসান মন্জু।