আর্জেন্টিনায় বিধ্বস্ত বলিভিয়া

1

স্পোর্টস ডেস্ক

আড়াই মাসের ইনজুরির পর ঘরের মাঠে খেলতে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। ফলে প্রতিপক্ষ বলিভিয়ার জালে ছয় গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবেসেলেস্তিরা। বুধবার আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বেলগ্রানোতে অবস্থিত ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে খেলার পুরো প্রথমার্ধেই বলিভিয়ার রক্ষণে ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে ১০ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট।
সমান ম্যাচে বলিভিয়ার অর্জন ১২ পয়েন্ট। এদিকে বিশ্বকাপ বাছাই জুড়েই আলোচনায় ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্স। সমালোচিত হচ্ছিলেন কোচ দরিভাল জুনিয়রও। বিশেষ করে আক্রমণভাগে তার সেটআপ নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার অবশ্য সেসবের জবাব পেয়ে গেছেন তিনি। পেরুকে ৪-০ গোলে সহজেই হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব ক্যারিয়ারে দারুণ সময় কাটানো রাফিনহা তুলে নিয়েছেন জোড়া গোল। শেষ দিকে আরও দুই গোলে ম্যাচটা নিশ্চিত করেছেন আন্দ্রিয়াস পেরেইরা ও লুইস হেনরিক। বাছাইয়ে এটি ছিল ব্রাজিলের টানা দ্বিতীয় জয়। সর্বশেষ চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ের পর শুরু থেকেই আধিপত্য ধরে খেলেছে ব্রাজিল। পাঁচ বাছাইয়ের ৪টি হেরে যাওয়া সেলেসাওরা পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।