আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

1

নিজস্ব প্রতিবেদক

ঋণ খেলাপি মামলায় আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রতিষ্ঠানটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি। ১৪ কোটি টাকা পাওনার বিপরীতে ব্যাংক এশিয়ার দায়ের করা মামলায় গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
অর্থঋণ আদালতের বিচারক রেজাউল করিম জানান, ১৪ কোটি ৬৩ লাখ টাকা পাওনা আদায়ে গত ২১ নভেম্বর আরামিট সিমেন্টের কর্ণধারদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যাংক এশিয়া।
মামলার বিবাদিরা হলেন, আরামিট সিমেন্টর শেয়ারহোল্ডার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাইফুজ্জামানের স্ত্রী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রুখমিলা জামান, পরিচালক ও সাইফুজ্জামানের চাচাতো ভাই Warasuzzaman Chowdhur, চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, পরিচালক মো. হাবিব উল্লাহ এবং মো. শফিকুল ইসলাম। সোমবার মামলার শুনানিতে বাদিপক্ষ আবেদনে জানান, ঋণের বিপরীতে ব্যাংকে কোনা সম্পত্তি বন্ধক নেই। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিবাদিগণ দেশত্যাগ করেছেন বলে তথ্য রয়েছে। বিবাদিগণের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তাই বিবাদি-কোম্পানির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বহদ্দারহাট শাখায় থাকা হিসাবটি ক্রোক করা প্রয়োজন।
ব্যাংকের আবেদন পর্যালোচনা করে আদালত কোম্পানির সংশ্লিষ্ট হিসাব স্থগিত রাখার নির্দেশ দেন। একই সাথে কোম্পানির হিসাবটি রায়ের পূর্বে কেন ক্রোক করা হবে না তার কারণ দর্শানোর জন্য বিবাদিগণকে নির্দেশ দেন আদালত।