গত ২৬ জানুয়ারি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইন্টারন্যাশনাল সিটি শাখার ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল সিটি আল-মদিনা রেস্টুরেন্টে মহান ১০ মাঘ ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারী’র প্রবর্তক ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র পবিত্র ১১৯ তম বার্ষিক ওরশ শরিফ, পবিত্র শবে মিরাজ ও কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ সংগঠনের সভাপতি এম. জে. আজগরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এইচ এম মাহবুব। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আকবর হোসেন।
মহান ১০ মাঘ উপলক্ষে রাহবারে আলম মওলা হুজুর মাইজভান্ডারী (ম. জি. আ.)’র প্রদত্ত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন মো. আবুল বশর সাহেদ। বক্তারা বলেন, আউলিয়া কেরামরা হচ্ছেন মানবজাতির মুক্তির দিশারী যুগে যুগে তাঁরাই মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই ‘খ’ জোনের সমন্বয়ক আলমগীর হোসেন, এইচ এম মাহবুব, কামাল উদ্দীন, দুবাই শাখার সাবেক সভাপতি আহমদউল্লাহ চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক মো. আইয়ুব, শাহজান, খোরশেদ আলম, কুতুব উদ্দীন, সালাউদ্দীন, শারজাহ্ শাখার এরশাদ, শাহেদ, মনছুর, ইসহাক, বক্কর, রবিউল, মিজান, ওয়াসিম, জাকের প্রমুখ। উক্ত কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিলে আগামী এক বছরের জন্য মো. এম জে আজগরকে সভাপতি, মো. আকবর হোসেনকে সাধারণ সম্পাদক, মো, জামশেদ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ২৪ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম করেন মোহাম্মদ রবিউল হোসাইন, মুনাজাত করেন এইচ এম মাহবুব। তার্ব্রাুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি