ময়মনসিংহে মানহানির দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে আদালত। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক নম্বর আমলি আদালতের বিচারক এ কে এম রওশন জাহান এ আদেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক। ২০১৪ সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে মামলা দুটি করেন।
মঞ্জুরুল হক বলেন, মামলা নিষ্পত্তি বা থানায় কোনো ওয়ারেন্ট বা অন্য কোন নথি থাকতে পারে। এমন আশঙ্কায় বিবাদীপক্ষ রিকল করে মামলার পুরোপুরি নিষ্পত্তি চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা দুটি নিষ্পত্তির আদেশ দেয় আদালত।
বাদীপক্ষ তদারকি না করায় আদালত ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি খারিজ করে দেয় বলে জানান তিনি।
সবশেষ আসামিপক্ষ রিকল করলে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় এ সংক্রান্ত কোনো নথি থাকলে তা আদালতে ফেরত দেওয়ার নির্দেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী মঞ্জুরুল হক।