আরও ২৪ জনকে ঠেলে দিল বিএসএফ

1

পূর্বদেশ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্য ২ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ জন শিশু রয়েছে বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।
অপরদিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে। তাদের মধ্যে তিনজন শিশু, সাত নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার যশপুর সীমান্তের মটুয়া এলাকা দিয়ে পুশ ইন করা হয় বলে জানিয়েছে বিজিবি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, ‘মাত্র বিশ দিনের মাথায় আবারও নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।’
পুশইন করা ১৩ জন বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
তারা যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।
এদিকে বিজিবি জানায়, বুধবার রাত ২টার দিকে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের মাধবনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১১ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করেন। এ সময় বিজিবির টহল দল রাতেই তাদের আটক করেন। পরে তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাওয়া যায়।
আটকদের কাছে পাওয়া তথ্যের বরাতে বিজিবি জানায়, দালালের মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তারা যশোর বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।
বিজিবি আরও জানায়, আটক ১১ জনের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ১১ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।