আরও দুই মামলায় গ্রেপ্তার ফজলে করিম চৌধুরী

1

নিজস্ব প্রতিবেদক

গত বছরের আগস্টে নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা আরও দুই মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম এসএম আলাউদ্দিন মাহমুদের আদালতে পুলিশের দাখিল করা দু’টি পৃথক আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালতে মামলার শুনানির সময় কেন্দ্রীয় কারাগার থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি কার্যক্রমে সংযুক্ত করা হয়। এসময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমি রাউজানের সংসদ সদস্য। মেট্রোপলিটন এরিয়ার কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের আগেরদিন গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী ও সদরঘাট থানার মামলা দু’টি দায়ের হয়েছিল। দুই মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে আদালত কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন।
এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালানোর পথে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আওয়ামী লীগের আমলের পুরো সময় তিনি বিরোধী মতের মানুষসহ পুরো রাউজানবাসীর কাছে ছিলেন ‘মূর্তিমান আতঙ্ক’। বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি নিজ দলের বিরুদ্ধ মতের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়তে বাধ্য করা, নিজস্ব বাহিনী গড়ে তুলে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করা, সরকারি জায়গা দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগসহ তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।