রাউজান উপজেলা সদরে অবস্থিত রাউজান আর.আর.এ.সি সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি করার পর এ বছর প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষা নিয়েছে। গত ১৯ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে সকাল ১১টা সময়ে পর্যন্ত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরিক্ষা চলাকালে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগের তত্ববধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইদ্রিস, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহামান খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান সহ শিক্ষক শিক্ষিকেরা ভর্তি পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে ৫শত ৩৬ জন শিক্ষার্থী। ৫শত ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিক্ষায় অংশ গ্রহন করেন ৫শত ২৬ জন পরিক্ষার্থী। পরিক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরিক্ষায় উত্তিন্ন হওয়া ১শত ২০ জন শিক্ষার্থীকে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি করা হবে বলে জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। পরীক্ষায় উত্তিন্ন হওয়া শিক্ষার্থীদের ফলাফল গতকাল ১৯ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেনের কার্যলয় থেকে ঘোষনা করা হবে ও উত্তীর্ন শিক্ষার্থীদের ফলাফল স্কুল ও উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হবে জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।