আয়ূব-বিবি চসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া

1

আয়ূব–বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত পিঠা উৎসব, উদ্ভাবনী মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। তাই সুস্থভাবে জীবন–যাপন করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও যতœবান হতে হবে। কর্ণফুলি উপজেলার আজিমপাড়ার আয়ূব–বিবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা ও লায়ন মো. হাকিম আলী। আয়ূব–বিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলি উপজেলা বিএনপির আহব্বায়ক এসএম মামুন মিয়া, সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ।