আয়রন ডোম তৈরিসহ সামরিক খাতে নতুন ৪ নির্বাহী আদেশ ট্রাম্পের

1

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার নতুন চারটি নির্বাহী আদেশ সই করেছেন। এর মধ্যে আছে আকাশ নিরাপত্তা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ তৈরির আদেশসহ অন্য আরও তিনটি আদেশ। এর মধ্যে দুটি আদেশ হল: বৈচিত্র্য, ন্যায়পরায়ণতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ এবং সামরিক বাহিনীতে এই কর্মসূচির কার্যালয়ও বাতিল করা। পাশাপাশি সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) মতাদর্শ দূর করা। আর চতুর্থ আদেশটি হল: কোভিড-১৯ মহামারীর সময় নিয়ম মানতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত প্রায় ৮ হাজার সেনাসদস্যকে পুনর্বহাল করা। এই সদস্যরা ২০২১ সালের গাগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে বরখাস্ত হয়েছিলেন।
সোমবার মায়ামি থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওঢানে বসে ট্রাম্প এসব নির্বাহী আদেশ সই করেন। ট্রাম্পের লক্ষ্য দেশের নিজস্ব আকাশ নিরাপত্তা ব্যবস্থা ‘আয়রন ডোম’ তৈরি করা। এর মধ্য দিয়ে আকাশপথে ইসরায়েলের মতো ‘নিশ্ছিদ্র পাহারা’ ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি।
ট্রাম্প বলেছেন,“আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য অত্যাধুনিক আয়রন ডোম তৈরির কাজ শুরু করতে হবে।” এবিসি নিউজ লিখেছে, ট্রাম্প এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকার জন্য আয়রন ডোম ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন। তার নির্বাহী আদেশের ফলে এখন ব্যালিস্টিক, হাইপারসনিক এবং অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পরবর্তী প্রজন্মের আকাশ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের বাস্তবায়ন শুরু হবে, বলা হয়েছে এবিসি নিউজের হাতে আসা এক ফ্যাক্টশিটে। তবে কিভাবে এই ব্যবস্থা গড়ে তোলা হবে কিংবা কতদিনের মধ্যে তা করা হবে, খরচই বা কত হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা নেই ফ্যাক্টশিটে।
ট্রম্প অতীতে নির্বাচনী প্রচারকালে একাধিকবার এই আয়রন ডোম তৈরির কথা বলেছিলেন। ২০২৩ সালের অক্টোবরে নিউ হ্যাম্পশায়ারে এক জনসভায় তিনি বলেছিলেন, “আমেরিকা আয়রন ডোম তৈরির যোগ্যতা রাখে। আমরা আয়রন ডোম তৈরি করব।” যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েই এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সির সঙ্গে ইজরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথ ভাবে কাজ করে ‘অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম’ তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতিতে ইজসরায়েলকে এক পা এগিয়ে থাকতে সাহায্য করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। যদিও ইসরায়েলের এই ব্যবস্থা যে সর্বক্ষেত্রে সফল হয়েছে তা নয়।
বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের অনুকরণে এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা যুক্তরাষ্ট্রের জন্য তেমন অর্থবহ হবে না। কারণ, উত্তর এবং দক্ষিণ দুদিকেই যুক্তরাষ্ট্রে মিত্ররা রয়েছে এবং দুপাশেই মহাসমুদ্র আছে।
ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদের সময় সামরিক বাহিনীতে কাজ করা ট্রান্সজেন্ডার আমেরিকানদের নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে এ নিষেধাজ্ঞা বাতিল করেন।
এবার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সজেন্ডার সদস্যদের জন্য বাইডেন প্রশাসনের নেওয়া পদক্ষেপ প্রত্যাহার করলেন।