পূর্বদেশ ডেস্ক
উপদেষ্টা পরিষদের সদস্য, গুম তদন্ত কমিশনের সদস্য, গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাজধানীর কচুক্ষেত, উত্তরা, আগারগাঁও এলাকায় বিগত সরকারের সময়ে গড়ে ওঠা তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন তারা।
আয়নাঘর নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি ‘ইনস্ক্রিপ্টিডটমি’-এর সম্পাদক। এর আগে তিনি আনন্দবাজার ও নিউজ১৮ সংবাদমাধ্যমে কাজ করেন।খবর বাংলানিউজের।
আয়নাঘরে পাওয়া বৈদ্যুতিক চেয়ারের একটি ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।
‘ডিজিএফআই-এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। ’
গতকাল সাংবাদিকরা গিয়ে গোপন বন্দিশালায় ছোট ছোট কক্ষ দেখতে পান। নোংরা-স্যাঁতসেঁতে কক্ষে অমানবিক ও বিচারবর্হিভূতভাবে বন্দিদের আটকে রাখা হতো। কোনো কোনো কক্ষের দেওয়ালে লেখা দোয়া, সাংকেতিক চিহ্ন দেখতে পাওয়া যায়।