আয়কর আদায় না হওয়ায় বাংলাদেশ একটি ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে

1

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ভোজ ১২ ফেব্রুয়ারি জিইসি কনভেনশন মিলনায়তনে সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান, এফসিএমএ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে আয়কর দাতার সংখ্যা ২১-২২ লাখ ছিল। গত ১০-১২ বছরে এক কোটি ১১ লাখ নতুন আয়কর দাতা নিবন্ধন হয়েছে। কিন্তু তাদের ৭০ শতাংশ আয়কর রিটার্ন দেন না। এর কারণ হল কর আইনজীবীরা তাদের ক্লাইন্টদের আয়কর না দিলে কী সমস্য হবে সেটা বুঝিয়ে বলেন না। আবার এনবিআরের যে পরিদর্শকরা আছেন তারা করদাতাদের বাড়ি ভিজিট করেন না, তদারকি করেন না। ব্যাংক একাউন্টে আরকর দাতাদের টাকা-পয়সা কেমন আছে সেটা দেখেন না। পর্যাপ্ত আয়কর আদায় না হওয়ায় বাংলাদেশ একটি ঋণগ্রসস্থ দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি ঋণগ্রস্থ জাতিতে পরিণত হয়েছি। আমরা এখনও সভ্য জাতি থেকে বহু দূরে। কিন্তু গরিব মানুষের কাছ থেকে কর আদায় করা সহজ বলে আমরা তাদের কাছ থেকে কর আদায় করি। কারণ একজন গরিব মানুষ ঘাম মুছার জন্য একটি গামছা কিনলে কত টাকা টেক্স যায় তিনি জানেন না। তাই আয়কর আদায়ের হিস্যা বৃদ্ধি করতে হবে। আইন সংশোধনের কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, অনেকক্ষেত্রে আমাদের আয়কর আইন, মূসক আইন, শুল্ক আইনের অপব্যবহার ঘটে। আবার এগুলো সময়োপযোগী না। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকাউল্লা ইরান ও চৌধুরী খালিদ বিন সরোয়ারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট রমিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ উদ্দীন চৌধুরী রাজ্জাক, আই কর এপ্যলেট ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ শাহীন আক্তার হোসেন, কর অঞ্চল-১-এর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ, কর অঞ্চল-২-এর কর কমিশনার মোহাম্মদ আব্দুস সোবহান, কর কমিশনার আপীল মিজ শামিনা ইসলাম, কর অঞ্চল-৪ কমিশনার মীজ আয়েশা সিদ্দিকা শেলী, কর অঞ্চল-৩ কমিশনার মোহাম্মদ মঞ্জুর আলম। বিজ্ঞপ্তি