নয় বছর পর আবারও ‘আম’ প্রতীক নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। স¤প্রতি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এ প্রতীকটি দলটির সাবেক (বহিস্কৃত) নেতা ফরিদুজ্জামান ফরহাদ নিজেদের বলে ইসিতে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে এনপিপি (নিলু) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুও নিজের বক্তব্য তুলে ধরেন। পরে দুই অংশকেই শুনানিতে ডাকে কমিশন।
গতকাল বৃহস্পতিবার শুনানিতে অংশ নেওয়ার পর শেখ ছালাউদ্দিন ছালু সাংবাদিকদের বলেন, ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনও আমার নামই আছে। কমিশন বলেছে, তারা তো একটি আবেদন দিয়েছে। এটি খÐন করে আপনি একটি চিঠি দেন। তারপর যাচাই করে সিদ্ধান্ত জানাবে। খবর বাংলানিউজের
এদিকে আগামি রবিবার ফরিদুজ্জামান ফরহাদকে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন।
জানা গেছে, জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ২০০৭ সালের ১৯ জুলাই এনপিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর আবেদনের ভিত্তিতে ২০০৮ সালে ‘আম’ প্রতীকে দলটিকে নিবন্ধন দেয় কমিশন।
২০১৪ সালের ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৎকালীন মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে দলটি। তার বিরুদ্ধে তারেক রহমানের পক্ষে পোস্টারে প্রচার চালানোর অভিযোগ আনা হয়। এর বছর খানেক পর ২০১৫ সালের ডিসেম্বরে ফরিদুজ্জামান ফরহাদ ইসির কাছে ‘আম’ প্রতীকটি নিজেদের বলে দাবি করেন। পরে ২০১৬ সালের মে মাসে শুনানি করে নিলুর হাতেই ‘আম’ প্রতীক তুলে দেয় ইসি।
এর মাঝে নিলু মারা গেলে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ছালাউদ্দিন ছালু।