চন্দনাইশ প্রতিনিধি
উপজেলার কাঞ্চননগর রেলওয়ে ওয়ার্কসপ সংলগ্ন ব্রিক ফিল্ডের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে কোরবান আলী (৫৫) নামের এক শ্রমিক মারা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে কাঞ্চননগর রেলওয়ে ওয়ার্কসপের পূর্ব পাশে ব্রিক ফিল্ডের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে শ্রমিক কোরবান আলী গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোরবান আলী উত্তর জোয়ারা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বলে জানা যায়। তিনি রফিকুল ইসলামের ব্রিক ফিল্ডের শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। কোরবান আলীর লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।