আমেরিকার হামলার পরেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ

5

পূর্বদেশ ডেস্ক

ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তার পরেই আরও সক্রিয় হয়ে উঠল ইরান। গতকাল সকালে নতুন করে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। ছুড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। এমনটাই জানিয়েছে ইসরায়েলের সেনা। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। দেশ জুড়ে বাজছে সাইরেন। তেল আভিভ-সহ ইজরায়েলের বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে বাড়ি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
যদিও আল জাজিরা বলছে, আইআরজিসি খাইবার-শেকান মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতি দিয়ে জানিয়েছে, কিছুক্ষণ আগে সে দেশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানিয়েছে সেনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের দাবি, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, তেল আভিভের বেশ কিছু বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে।কিছু আবার ধুলোয় মিশেছে। ইরানের হানায় আহত হয়েছেন ১১ জন বলে জানিয়েছে এমডিএ। ইসরায়েলের উত্তরে হাফিফা শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য ইসরায়েলের কিছু অংশে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে পুলিশের বিশেষ দল। সেই সঙ্গে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজও চলছে।