নিজের ফ্যাশনসেন্স দিয়ে বরাবরই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়য়েই নয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুনা খানকে কেমন মেকাপ পছন্দ এমন প্রশ্ন জিজ্ঞেস করায় রুনা খান বলেন, ‘বেশিরভাগ সময়ই আমার এটাই চাওয়া থাকে আমাকে যেন আমার মতই লাগে। আমাকে অনেক বেশি সাজানোর দরকার নেই। আমার কালো রঙ, সেটা ঢেকে ফেললে নিজের কাছেই ভালো লাগবেনা। খুব বেশি সাজালে বা খুব সাদা বানিয়ে ফেললে আমাকে দেখতে ভালো লাগেনা। আমার কালো রঙ, ছোট চোখ, নাক বোঁচা, আমার খুব সাধারণ একটা চেহারা। খুব জাঁকজমক সাজ, অতিরিক্ত সাদা মেকাপ আমাকে মানায় না’।