আমি চাই ছবিটি সবাই দেখুক: মোশাররফ করিম

1

একজন মা তার সন্তানকে বাঁচাতে মরিয়া, সেই সাথে চায় তার সন্তানের পরিচয়। মূলত একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প বলবে ‘বিলডাকিনি’ সিনেমা। নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনি অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল তুহিন। ১০ জানুয়ারি (শুক্রবার) হয়ে গেলো সিনেমার পোস্টার উন্মোচন।
সিনেমা প্রধান চরিত্র মানিক মাঝির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিজ হাতে সিনেমার পোস্টার উন্মোচন করেন। পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ‘ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে, এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি একটাই কারণে, সেটা হচ্ছে এটা আমাদের গল্প, আমাদের সিনেমা।’ সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পার্নো মিত্র। এখানে তার চরিত্রের নাম হনুফা। মূলত গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় ‘বিলডাকিনি’ সিনেমার কাহিনি।