আমি আর পুতিন একসঙ্গে না বসলে কিছুই হবে না: ট্রাম্প

1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ও প্রেসিডেন্ট পুতিন সরাসরি সাক্ষাৎ না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্টের সফরসঙ্গী সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তুরস্কে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় রাশিয়ার যে প্রতিনিধিদল পাঠানো হয়েছে, তার মান নিয়ে তিনি হতাশ কি না।
জবাবে ট্রাম্প জানান, সরাসরি পুতিনের সঙ্গে তার বৈঠকের আগ পর্যন্ত শান্তি আলোচনায় ফল আসবে বলে তিনি মনে করেন না।
ট্রাম্প বলেন, পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে? তিনি আসলে যেতে চেয়েছিলেন, কারণ ভেবেছিলেন হয়তো আমিও যাচ্ছি। আমি না গেলে সে যাবে না— এটাই বাস্তবতা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার বিশ্বাস, আমি আর পুতিন না বসা পর্যন্ত কিছুই হবে না।