ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির সুয়াবিলে হালদার ভাঙন এলাকা ও সুন্দরপুর পাঁচকুরিয়া এলাকায় বানভাসিদের মাঝে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক সরোয়ার আলমগীর। তিনি বলেন, যেখানে দুর্যোগ সেখানে বিএনপি। পূর্বের মতো ফটিকছড়ি তথা সমগ্র দেশে বানভাসিদের পাশে ছিল বিএনপি। আজ এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দীন শাহীন, খালেদ বাবুল, এস এম শফিউল আলম, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, গাজী মো.আমান, আমান উল্লাহ, মহানগর বিএনপি নেতা মো. কফিল, মো. কমরু, মো. শরিফ, মিন্টু, মো. সাখেদ, মো. ইউসুফ, মো. নূর, মো. ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, মো. মহিউদ্দিন প্রমুখ।