আমিরাতে আল হারামাইন গ্রুপের ১০ হাজার মানুষের ইফতার মাহফিল

1

ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রতিষ্ঠান সুগন্ধি প্রস্তুতকারক আল হারামাইন পারফিউমস কোম্পানির উদ্যোগে পবিত্র খতমে কুরআন, ইফতার ও দোয়া মাহফিল ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কোম্পানির পরিচালক মুনিরা রহমান। ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের কূটনৈতিক, কমিউনিটি ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় আরবী, লন্ডন, আমেরিকা, ভারত, পাকিস্তান ও এশিয়াসহ ২০টি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া শেষে ইফতারের আগে বিশেষ মুনাজাত করা হয়।
আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, স্থানীয় অ্যারাবিয়ান, বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হারামাইন পারফিউম কোম্পানির এই আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অতীতের চেয়েও অসংখ্য নারী-পুরুষ এতে আলাদাভাবে অংশ নিয়েছেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন আল হারামাইন পারফিউমস গ্রুপের পরিচালক মুনিরা রহমান। পরে আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বলেন, দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। দেশ বিদেশের অতিথিরা এসেছেন, প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে প্রায় দশ হাজারেরও বেশি লোক সমাগম হয়েছে।