আমিরাতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে জরিমানা

32

আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের ভাড়া বা আশ্রয় দিলে আর তা হাতেনাতে ধরা পড়লে আশ্রয়দাতাকে দিতে হবে ১ লাখ দিরহাম জরিমানা। আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজেনশিপ সামাজিক যোগাযোগ মাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয় স¤প্রতি ‘আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুন’ এ ¯েøাগানে উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে তিন মাস পরে আরো ১ মাস করে দু’ ধাপে দু’ মাস বাড়িয়ে মোট পাঁচ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে কোন রকম জরিমানা ও আইনি জটিলতা ছাড়াই অবৈধদের বৈধ হওয়ার অথবা দেশ ত্যাগের সুযোগ করে দেয় আরব আমিরাত সরকার। তাই গত ৩১ ডিসেম্বর ক্ষমা ঘোষণার মেয়াদ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর জরিমানার এই বিধান আসলো।
অপরদিকে অবৈধভাবে থাকা লোকদের কাজে রাখলে আগে ৫০ হাজার দিরহাম জরিমানার যে বিধান ছিল তাও বহাল রয়েছে। এদিকে দীর্ঘ ৫ মাসের সাধারণ ক্ষমা ঘোষণার অপূর্ব এই সুযোগটি পেয়েও যারা বৈধ হননি বা এদেশটি ছেড়ে যাননি তাদের জন্য এখন অপেক্ষা করছে মহাবিপদ। কারণ, আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার জন্য দেশটির সর্বত্রই আইন শৃঙ্খলা বাহিনী চিরুনী অভিযান চালাবে বলে জানা গেছে।