আমিরবাগ আবাসিক এলাকায় রমজান স্পেশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সি জে কে এস কাউন্সিলর মশিউল আলম স্বপন ও শফিউল আলম বাদশা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সেক্রেটারি শহীদ ইসলাম চৌধুরী এবং আবাসিক এলাকার সদস্য হাবিবুল্লাহ নাহিদ, রফিকুল ইসলাম, আবু তৈয়ব, হেলাল, টিটু, বিপ্লব, ও স্পন্সর প্রতিষ্ঠানের টিপু।
টুর্নামেন্টে সফল ব্যাডমিন্টন খেলোয়াড়রা হলেন তৈয়ব ও ফয়সাল, বিপ্লব ও টিটু, শহীদ ও নাহিদ এবং মোরশেদ ও দেলোয়ার।