আমিনুল হক পানি শাহ ওরশ কাল

208

 

চট্টগ্রাম হাটহাজারী খলিফায়ে গাউসুল আজম মাইজভাÐারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ্ (ক.) এর দুই দিনব্যাপি ৬৩ তম বার্ষিক ওরশ শরীফের প্রধান দিবস আগামীকাল বৃহস্পতিবার মহাসমারোহে গাউসিয়া আমিন মাঞ্জিলে অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ শরীফে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ মাহবুবুল বশর শাহ ছাহেব (মু.জি.আ)। ওরশ উপলক্ষে নানা কর্মসূচিতে থাকছে ১৮ মার্চ বাদ যোহর খতমে কুরআন, রাত ১০টায় রওজা শরীফে গোসল, মিলাদে নববী ও তাওয়াল্লাদে গাউসিয়া।
১৯ মার্চ সকাল ৯টায় বিনামূল্যে রক্তের গ্রূপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নির্ণয়, সকাল ১১টায় রওজা শরীফে পুষ্পস্তবক অর্পণ, বাদ মাগরিব আজিমুশশান মাহফিলে জিকিরে মুস্তফা (দ.), রাত ১০টায় সেমা মাহফিল ও তাবারুক বিতরণ।
উক্ত বার্ষিক ওরশ শরীফে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদে মোস্তফা তারেক। বিজ্ঞপ্তি