‘আমিত্ব বিলিন করে নিজেকে সাধারণ ভাবা হজের বৈশিষ্ট্য’

0

তাবাসসুম হজ ট্রাভেলস এন্ড হজ কাফেলা আয়োজিত ২০২৫ সালের হজব্রত পালনকারীদের হজ প্রশিক্ষণ ১০ মে নগরীর বহদ্দারহাট আরবি কনভেনশন সেন্টারে হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল আমিত্ব বিলিন করে নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসা হজের অন্যতম বৈশিষ্ট্য। ধৈর্যের মাধ্যমে মহান আল্লাহর দরবারে খালস নিয়তে তাওবা করা ও রাসুলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ পাঠ করে হজের যাবতিয় কার্যাদি সম্পাদন করতে হবে।
অনুষ্ঠান উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মাওলানা ড.আনোয়ার হোসাইন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মুহাম্মদ আরমান হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ নূরনবী, মাওলানা মুহাম্মদ মুফতি কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা মুহাম্মদ মনছুর, মাওলানা মুহাম্মদ এহসান প্রমুখ। মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় কুরআন তেলোয়াত ও নাত পরিবেশনায় মাওলান মহিউদ্দিন তানভীর। পরে মিলাদ কিয়াম দোয়া মুনাজাত করেন মাওলানা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। বিজ্ঞপ্তি