প্রেমে জড়িয়ে সময় তেমন একটা নেননি পরীমণি। বিয়ে করে ফেলেন অভিনেতা শরীফুল রাজকে।
রাজ-পরীর সংসার অটুট থাকবে চিরকাল এমনটাই আশা ছিল ভক্ত-অনুরাগীদের। কিন্তু সব আশা, ধারণাকে মিথ্যে প্রমাণ করে আজ তারা বিচ্ছিন্ন। যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ এ ঘটনা প্রভাব ফেলেছে ‘বিশ্বসুন্দরীর’ হৃদয়ে। প্রেমকে আর সেভাবে অনুভব করেন না পরীমণি। মাতৃত্বের দায়িত্বের কাছে এখন আর প্রেম-পিরিতি মাথাচারা দিয়ে ওঠে না। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে এমন অনুভূতির কথাই জানালেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা। বর্তমানে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এরই ফাঁকে ভারতীয় ওই গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন পরী। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণকে নিয়ে। তিনি বলেন, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সব কিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’ জেলজীবন প্রসঙ্গে পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না। ’
একমাত্র নানাভাই ছিলেন সব সময় ছায়া হয়ে, অভিভাবক হয়ে।
তার স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই। ’