আমার ছবিটি দিয়ে হলে দর্শক ফিরছে: কুসুম

1

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কুসুম সিকদার। মডেল হিসেবে যাত্রা করা এই তারকা বহু নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন। অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন সিনেমাতেও। পর্দায় তার উপস্থিতি বরাবরই দর্শককে মুগ্ধ করে। আরও একবার তিনি হাজির হলেন মুগ্ধতা ছড়াতে। ‘শরতের জবা’ নামে নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি মুক্তি পেয়েছে গেল সপ্তাতে। চমকপ্রদ খবর হলো সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। এই সিনেমা দিয়ে অভিনেত্রী এবং পরিচালক হিসেবে প্রশংসা পাচ্ছেন কুসুম। সিনেমা মুক্তির ছয় দিনের অভিজ্ঞতা নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন কুসুম সিকদার। তিনি বলেন, ‘এই ছয় দিনে দর্শকের অনেক সাড়া পেয়েছি। মাঝখানে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হলে দর্শক আসা প্রায় বন্ধই ছিল বলা চলে। আমার এই ছবিটি দিয়ে হলে দর্শক ফিরছে। ছবিটি দেখতে দর্শক হলে আসছেন।’ ‘এটি নতুন জনরার ছবি। দর্শক উপভোগ করছেন। সেইসঙ্গে তারা আমাকে নতুনভাবে আবিষ্কার করছেন এই ছবি দিয়ে। অনেকে সরাসরি, অনেকে নানা মাধ্যমে ছবিটির জন্য আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা আমার জন্য পরম প্রাপ্তি’- যোগ করেন কুসুম সিকদার। গত ১১ অক্টোবর ‘শরতের জবা’ রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়, যমুনা বøকবাস্টারসহ দেশের আরও বেশ কিছু সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।