চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ সদরস্থ আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। গত রবিবার সকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম। কলেজ অধ্যক্ষ শিপ্রা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক যথাক্রমে শান্তপদ বড়–ুয়া, সিরাজ উদ্দৌল্লাহ, ড. রফিকুল আজম চৌধুরী, মো. হারুন, নূর আয়েশা, পুষ্পেন চৌধুরী, নজরুল ইসলাম। অধ্যাপক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম, দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা কাজী রয়েল প্রমুখ। প্রধান অতিথি বলেছেন, দেশ দুর্নীতিতে ভরে গেছে। আমরা এখনো দুর্নীতি প্রতিরোধ করতে পারিনি। দিন দিন শিক্ষার মান কমে যাচ্ছে, বিগত দিনে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে হবে। জাতিকে উপকৃত করতে হলে শিক্ষার মান উন্নয়ন অত্যাবশ্যক। শিক্ষার কোন বয়স নেই। সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম।