পূর্বদেশ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে।
আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীংকালে রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব সাবধান হোন। নিজেদের সামলান। নাহলে জনগণই আপনাদের সামাল দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন। খবর বাংলানিউজের।
গতকাল শনিবার সকাল ৭টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় একথা বলেন তিনি। এর আগে তিনি কুমিল্লার আলেখারচর এলাকায় পথসভা করেন।
পথসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।
জামায়াত আমির বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। কিশোর, তরুণ, যুবকদের জন্য এমন দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে।