আমরা আপনাদের পাশে আছি

28

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হংকংয়ে মানুষের অধিকার এবং স্বাধীনতা খর্ব করার জন্য চীনকে দোষারোপ করে হংকংয়ের বিক্ষোভকারীদেরকে সমর্থন দিয়েছেন। চীনের সঙ্গে তিক্ত বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে নতুন করে আরেক দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের চীন নীতি নিয়ে এক ভাষণে ওই সমালোচনা করেন এবং হংকংয়ের বিক্ষোভে সমর্থন দেন। হংকংয়ে চারমাসেরও বেশি সময় ধরে চলা গণতন্ত্রপন্থি বিক্ষোভ চীন যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে তা নিয়ে পেন্স সমালোচনা করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন হংকংয়ে সহিংসতা চলতে থাকলে বেইজিংয়ের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছানো কঠিন হবে।
বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, গত কয়েক বছর ধরে বেইজিং হংকংয়ে হস্তক্ষেপ বাড়িয়েছে। সেইসঙ্গে চীন এমন সব কর্মকাÐ করছে যেগুলোর কারণে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হংকংয়ের জন্য মঞ্জুর হওয়া অধিকার এবং স্বাধীনতা খর্ব হচ্ছে। যুক্তরাষ্ট্র হংকংয়ের বিক্ষোভকারীদের সঙ্গে আছে জানিয়ে পেন্স বলেন, “আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের অনুপ্রেরণা। আমরা আপনাদেরকে অহিংস পন্থায় বিক্ষোভ করার আহŸান জানাচ্ছি।” হংকংয়ের বিশেষ মর্যাদা পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে রাখার জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা একটি আইন পাশের চেষ্টায় আছেন। এ পদক্ষেপ চীনকে ক্ষেপিয়ে তুলতে পারে।