আবৃত্তি, গান-নৃত্যে বোধন বসন্ত উৎসব

1

ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি খুলেছে তার সৌন্দর্যের দুয়ার। লাল-হলুদ সহ নানান রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে বসন্তের উচ্ছলতায় ভেসেছে বোধন পরিবার।
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজিত ‘বোধন বসন্ত উৎসব ১৪৩১’ গত ১ ফাল্গুন, ১৪ ফেব্রæয়ারি’২৫ শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এবার বোধন বসন্ত উৎসব ২০তম বছরে পদার্পণ করেছে।
বোধনের সহ-সভাপতি আবৃত্তি শিল্পী শিমুল নন্দীর উদ্বোধনী আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর দলীয় উচ্চাঙ্গ সঙ্গীত রাগ ঈমন পরিবেশন করে সদারঙ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এবং তবলার লহড়া পরিবেশন করে তালতীর্থ তবলা শিক্ষাকেন্দ্র। দলীয় সংগীত পরিবেশন করে নজরুল সংগীত শিল্পী সংস্থা। দলীয় নৃত্যে ছিল নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়, ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার, আলোড়ন ডান্স একাডেমি, নৃত্য নিকেতন, সঞ্চারি নৃত্যকলা একাডেমি, দ্যা একাডেমি অফ ক্লাসিকাল এন্ড ফোক ডান্স। একক সংগীত পরিবেশন করেন মহিমা দেব ত্রয়ী এবং নীপা চৌধুরী। বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাভেদ হোসেন, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত, মোহিনী সংগীতা সিংহ। বোধনের সহ-সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সুজিত রায়, রাজিউর রহমান বিতান, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ, সৌরভ দে, রিমা দাস, পৃথুলা চৌধুরী, জাহিদ হোসেন, ডা. নিউটন ঘোষ, নিশি চৌধুরী, সুতপা মজুমদার, সন্দীপন সেন একা, হোসনে আরা নাজু, অনিমেষ পাল, সত্যজিৎ চক্রবর্তী, স্মরণ ধর, ফারজানা আক্তার মলি, ঋতু দে প্রমুখ। বিজ্ঞপ্তি