চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অবদান অনস্বীকার্য। বিগত ১৬ বছর আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আগামীর নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল কাজ করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃতে আমরা একটি সুন্দর, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ বিনিমার্ণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অগ্রভাগে নেতৃত্ব দিবে। গত ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নতুন কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভ‚ইয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আবু বক্কর রাজু, আব্দুল হাই, আব্দুল মান্নান, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, মো. শহীদুজ্জামান, মহিউদ্দিন রুবেল, কাজী মহিউদ্দিন, জহুরুল ইসলাম জহির, এমদাদুল হক, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি