আবুরখীল তালুকদারপাড়া শন্তিময় বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

64

রাউজান উপজেলার ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শন্তিময় বিহারে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল শান্তিময় বিহার প্রতিষ্ঠাতা ১৭তম দ্যুবরাজ মহাস্থবির, নাইন্দা মহাস্থবীর, অঙচান মহাস্থবীর, অন্তবর্তীকালিন সংঘনায়ক এস ধর্মপাল মহাথের, মন্দিরের নবরুপকার প্রজ্ঞানন্দ মহাথের সহ প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে সংঘদান ও অষ্ঠপরিষ্কার দান।
বিকালে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় শুরু হয় সদ্ধর্ম আলোচনা, সম্মাননা প্রদান ও কঠিন চীবর দান। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর মংগলাচরণ করেন ভিক্ষু করুনাপ্রিয়। এর পর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু এবং স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুপতি রঞ্জন বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এলভি বড়ুয়া। এই ধর্মানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদুত ভদন্ত সোবিতা নন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্ম বিষয়ক সম্পাদক আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগের অধ্যাপক ড. অর্থদশী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, দক্ষিণ ঢাকাখালী জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় থের ও জংগল সলিমপুর বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিদর্শন আচার্য্য এস শাসন বংশ ধের। এই কঠিন চীবর দান অনুষ্ঠানে আরো সদ্ধর্ম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান বিবেকারাম বিহারের অধ্যক্ষ তরুন সাংঘিক ব্যাক্তিত্ব সাসননিধি ভদন্ত পূর্নানন্দ থের , আবুরখীল দক্ষিন ঢাকাখালী জাদীর প্রতিষ্ঠাতা তরুন ভিক্ষু ব্যক্তিত্ব সুদেশক ভদন্ত উকট্টা পাঞঞা ভিক্ষু, রাউজান ধর্মদুত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ থের।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীন সাংবাদিক শহীদুল ইসলাম শহিদ, দৈনিক সোনালী খবর এর চট্টগ্রাম ব্যুরো চিফ সাগর চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি শিক্ষক সুশীল বড়ুয়া, সাংবাদিক লোকমান আনছারী, সাংবাদিক জুয়েল বড়ুয়া, এম ডি শহীদুল ইসলাম, সাংবাদিক রাকিব। বিজ্ঞপ্তি