আবুধাবি টি-টেনের অষ্টম আসরে বাংলা টাইগার্সের শুরু হয়েছিল পর পর দু’ম্যাচে হার দিয়ে। তৃতীয় ম্যাচে এসে দিল্লি বুলসে হারিয়ে জয়ের দেখা পেয়েছিল বাংলা টাইগার্স। চতুর্থ ম্যাচে এসে আরো শক্তিমত্তার পরিচয় দিয়ে ৮ম স্থান থেকে এক লাফে লিগ টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে এয়াছিন-জাফির এর টিম। গত মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা টাইগার্স ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নর্দার্ন ওয়ারিয়র্সকে।
নর্দার্ন ওয়ারিয়র্সের করা ১০৭ রান তাড়া করতে গিয়ে বাংলা টাইগার্সকে ঝোড়ো সূচনা এনে দেন দুই আফগান মারকুটে ওপেনার শেহজাদ ও জাজাই। বিশেষ করে শেহজাদ শুরু থেকেই মেরে খেলেন। চার ওভার পর্যন্ত সঙ্গী জাজাই দর্শকের ভূমিকায় থাকলেও পঞ্চম ওভারে তিনি ৫টি বিশাল ছক্কায় এক ওভারেই তুলে নেন ৩০ রান। অসহায় বোলার নর্দানের অধিনায়ক অংকুর সান্গওয়ান। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই যখন বাংলা টাইগার্সকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তখন শেহজাদ ও জাজাই দু’জনের পাশেই উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ব্যক্তিগত ফিফটি। এরমধ্যে শেহজাদের ফিফটি এসেছে ২৪ বলে, জাজাইয়েরটি ২৩ বলে। জাজাই ৫টি ও শেহজাদ ২টি ছক্কা হাঁকান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নর্দার্ন ওয়ারিয়র্স অধিনায়ক কলিন মুনরোর ২৮ বলে সমান ৪টি করে চার-ছয়ে করা ৫৯ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করে। এই জয়ের ফলে বাংলা টাইগার্স পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসে। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় বাংলা টাইগার্স মুখোমুখি হবে আজমান বোল্টের। এ ম্যাচে জিতলে বাংলা টাইগারসের কোয়ালিফায়ার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।